ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। চলমান অভিযানে ইতিমধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। বাড়ছে নিহতের সংখ্যাও।
রয়টার্স জানায়, হামলার পর বাজারে আগুন ধরে গেলে হতাহতের ওই ঘটনা ঘটে।
শহরটির মেয়র ভাদিম লিয়াখ জানান, রুশ সেনারা কাছাকাছি অবস্থান থেকে শহরে কামানের গোলা দিয়ে আঘাত করছে। কারণ যুদ্ধের ফ্রন্টলাইন হয়ে উঠেছে শহরটি। মঙ্গলবারের হামলার পর তিনি লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে গত রোববার স্লোভিয়ানস্ক শহরে রুশ সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন ৬ জন। সেই হামলার দুদিনের মাথায় ফের রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটলো শহরটিতে।
সূত্র : আল-জাজিরা, রয়টার্স
news24bd.tv/রিমু