জনদুর্ভোগ কমাতে এলাকা ভিত্তিক লোড শেডিংয়ের শিডিউল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম স্থাপিত 'চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর', শেখ জামাল ও রোজী জামালের নামে দুটি পৃথক ডরমেটরির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় আমদানী সীমিত করা হয়েছে। এ কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদনও কমানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ তরুণ সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন।
news24bd.tv/রিমু