গরুর নাম শাকিব খান-জায়েদ খান, যা বললেন ওমর সানী

গরুর নাম শাকিব খান-জায়েদ খান, যা বললেন ওমর সানী

অনলাইন ডেস্ক

কোরবানির গরুর নাম শাকিব খান-জায়েদ খান রাখায় খেপেছেন চিত্রনায়ক ওমর সানী। বিষয়টিতে তীব্র আপত্তিও জানিয়েছেন এ অভিনেতা। এটি ইসলামের সঙ্গে জায় না বলেও জানিয়েছেন তিনি।

কোরবানির হাট বসার প্রাক্কালে সারা দেশের গরু মালিকরা চলচিত্র নায়কদের নাম ব্যবহার করে থাকে।

এর মধ্যে বগুড়ায় হিরো আলম নামে একটি গরুর নাম রাখা হয়। এর আগে শাকিব খান নাম রাখা হয়েছিল একটি গরুর। এবারও একই নামে গরুর নাম রাখা হয়েছে। এ ছাড়াও ডিপজল নামে একটি গরুর নামকরণ হয়েছে।
বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে গরু।

নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি গরু।  

প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নামকরণ হয়ে থাকে। তবে গরুর এমন নামকরণ সহজভাবে নিতে পারেননি অভিনেতা ওমর সানী। অভিনয়শিল্পীদের নামে গরুর নামকরণে ক্ষিপ্ত ওমর সানী।

ফেসবুক হ্যান্ডেলে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারো নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। ’

তিনি পরামর্শ দিয়ে আরো লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। ’

news24bd.tv তৌহিদ