শিয়াল মারার ফাঁদে মৃত্যু হলো মুরগী খামারীর

শিয়াল মারার ফাঁদে মৃত্যু হলো মুরগী খামারীর

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে শিয়ালের উপদ্রব কমাতে মুরগী খামারের বসানো ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুরগী খামারীর মৃত্যু হয়েছে। তার নাম মতিয়ার রহমান (৪৬)।

বুধবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর রসরাসপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত খামারী ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, মতিয়ার রহমান পেশায় একজন মুর‌গি খামারী। ক‌য়েক‌দিন ধ‌রে তার খামা‌রে ‌শিয়া‌লের উৎপাত বে‌ড়েই যাচ্ছিল। প্রায়ই মুরগী হারিয়ে যাওয়ার ঘটনায় তি‌নি ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। শেয়াল থেকে রক্ষা পেতে তিনি খামা‌রের চার‌দি‌কে জিআই তা‌র লাগিয়ে বিদ্যুৎ সং‌যোগ দেন।

বুধবার সকালে সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রে খামা‌রে প্রবেশকা‌লে বিদ্যুতায়িত হয়ে গ‌র্তে প‌ড়ে গে‌লে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর