বোমা সদৃশ বস্তু রেখে ভয় দেখানোর ঘটনায় গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

বোমা সদৃশ বস্তু রেখে ভয় দেখানোর ঘটনায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের এনায়েতপুরে শিক্ষককের বাড়িতে বোমা সদৃশ বস্তু রেখে ভয় দেখানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামিরা হলেন এনায়েতপুরের গোপরেখী গ্রামের হাবিবুর রহমান হাবিব ও সাব্বির হোসেন।

এনায়েতপুরের ওসি আনিছুর রহমান জানান, শাহজাদপুর ঘোড়শাল সাহিত্যিক বরকতউল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোপরেখী গ্রামের বাসিন্দা আবদুল গফুরের মালিকানাধীন ওষুধের দোকান রয়েছে। বেতিল বাজারের ওই ওষুধের দোকান থেকে কয়েক দিন আগে ওষুধ কেনেন হাবিব। ওষুধের দাম বেশি নেওয়ার কারণে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।  

ওই ঘটনার জেরেই ওই শিক্ষককে শায়েস্তা করতে তার বাড়িতে বোমা সদৃশ বস্তু রেখে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে হাবিব ও সহযোগী সাব্বির।

তারা ইউটিউব দেখে বোমার আদলে ওই বস্তুটি তৈরি করেন। এ ঘটনায় রোববার (৩ জুলাই) রাতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিকে মোবাইলের সূত্র ধরে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv/কামরুল