ইউক্রেনের পূর্বাঞ্চল মস্কোকে দেওয়ার পক্ষে অর্ধেক জার্মান

ইউক্রেনের পূর্বাঞ্চল মস্কোকে দেওয়ার পক্ষে অর্ধেক জার্মান

অনলাইন ডেস্ক

প্রায় অর্ধেক জার্মান মনে করে, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের উচিত তাদের দেশের পূর্বাঞ্চল ছেড়ে দেওয়া। গণমাধ্যম প্রতিষ্ঠান আরটিএল এক জরিপে জার্মানদের এ মনোভাব জানতে পেরেছে।

জরিপে প্রকাশ, ৪৭ শতাংশ জার্মান ধারণাটিকে সমর্থন করে। আর ৪১ শতাংশ এর বিরোধিতা করে।

জরিপ অনুসারে, বাকি ১২ শতাংশ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

প্রায় ৬৯ শতাংশ জার্মান মনে করে না কিয়েভ রাশিয়াকে যুদ্ধে পরাজিত করবে এবং দেশ থেকে রুশ সৈন্যদের তাড়িয়ে দিতে সক্ষম হবে। ২৬ শতাংশ এই ধারণাটিকে মেনে চলে যে সম্মিলিত পশ্চিম দ্বারা কিয়েভকে যথেষ্ট অস্ত্র সরবরাহ করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে সামরিক বিজয় অর্জনের অনুমতি দেবে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক