ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাঁকো পাড় হতে গিয়ে খালের পানিতে পড়ে তাজিমা (৭) ও জিহাদ (১০) নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের মকবুল মিয়ার সন্তান।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে জানান, সকালে ভাই বোন বাড়ি থেকে বাঁশের সাঁকো দিয়ে খাল পাড় হচ্ছিল।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ্ সরকার নিউজ টোয়েন্টিফোরকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
news24bd.tv/কামরুল