প্রথম দুই টি-টোয়েন্টিতে টস হারলেও শেষ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে ব্যাটিং নিয়েছেন মাহমুদউল্লাহ। যদিও তৃতীয় টি-টোয়েন্টির শুরুটা আহামরি ছিল না। পাওয়ার প্লেতে পড়েছে ২ উইকেট।
তৃতীয় উইকেটে লিটন দাসের সাথে দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। দুজনের ৫৭ রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিজে আসেন তৃতীয় উইকেটের পতনের পর। অপর প্রান্তে আফিফ রানের গতি সচল রাখার চেষ্টা চালিয়ে যান। রিয়াদ এই ম্যাচেও ইনিংস বড় করতে পারেননি। তবে আফিফ ঠিকই তুলে নেন অর্ধশতক। ২০ বলে ২২ রান করে অধিনায়ক বিদায় নিলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকান আফিফ, এরপর সাজঘরে ফেরেন ৩৮ বলে ৫০ রান করে। তার ইনিংসে ছিল ২টি করে চার-ছক্কা।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৩ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ৬ বলে ১০ ও নুরুল হাসান সোহান ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের পক্ষে হায়ডেন ওয়ালশ দুটি এবং ওডিস স্মিথ ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১৬৩/৫ (২০ ওভার)
আফিফ ৫০, লিটন ৪৯, রিয়াদ, বিজয় ১০, সাকিব ৫
ওয়ালশ ২৫/২, শেফার্ড ১৯/১
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৬৪ রান
news24bd.tv/আলী