বঙ্গবন্ধু সেতুতে ২০ কিমি যানজট

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু সেতুতে ২০ কিমি যানজট

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু সেতু সেতুতে দুর্ঘটনার কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সদর উপজেলার রসুরপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।  

যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।

জোকারচর এলাকায় আটকে থাকা পাবনাগামী বাস চালক রাসেল মিয়া বলেন, সড়কে প্রচুর গাড়ি। ৫ কিলোমিটার আসতে এক ঘণ্টা সময় লেগেছে।

এক নারী যাত্রী জানান, আমি পরিবারের সঙ্গে ঈদ করতে পাবনা যাচ্ছি। জ্যামে আটকে থেকে আমার তিন বছরের মেয়ের খুব কষ্ট হচ্ছে।

তা দেখে আমারও খুব খারাপ লাগছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থা স্বাভাবিক হবে বলে তিনি জানান।

news24bd.tv/কামরুল