টাঙ্গাইলের মির্জাপুরে বাসপাচায় মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় শুক্রবার (৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় বাসপাচায় মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
news24bd.tv/কামরুল