গাজীপুরে যানবাহনে ধীরগতি, থেমে থেমে যানজট

গাজীপুরে যানবাহনে ধীরগতি, থেমে থেমে যানজট

অনলাইন ডেস্ক

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যানবাহনের চাপ সামলাতে সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরাও হিমশিম খাচ্ছেন। বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।  

শুক্রবার সকালে অনেক যাত্রীকে জয়দেবপুর স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকাপে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।  

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, টাঙ্গাইলের দিক থেকে যানবাহনের ধীরগতি চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা থেকে নবীনগর সড়কে জিরানী এবং চন্দ্রা থেকে গাজীপুরের দিকে কোনাবাড়ী পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে। পুলিশ চেষ্টা করছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাজীপুরে সব তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) ছুটি ঘোষণা করেছে।

এ কারণে কয়েক লাখ মানুষ একযোগে বাড়িতে ফিরতে শুরু করে। কেউ বাসে, কেউ ট্রাকে যে যেভাবে পারছে বাড়ির উদ্দেশে ছুটছে। এর মধ্যে রয়েছে পশুবাহী ট্রাকও। ট্রাকগুলো ফেরার পথে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কেই যানবাহন বেড়েছে কয়েক গুণ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি থাকায় ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।  

news24bd.tv/কামরুল