সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ১৫জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এদিকে মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য নিশ্চিত করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ বুলেটিনে মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য জানানো হয়।
এর আগে, সৌদিতে মারা যাওয়া ১৩ জন বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন।
মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক আরও জানিয়েছে, সারা বিশ্ব হতে আসা হজযাত্রীদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা।
news24bd.tv তৌহিদ