রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা ব্যর্থ হয়েছে : পুতিন

রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা ব্যর্থ হয়েছে : পুতিন

অনলাইন ডেস্ক

রাশিয়ার অর্থনীতিকে নিষেধাজ্ঞা দিয়ে অস্থিতিশীল করার প্রচেষ্টায় পশ্চিমা দেশগুলো ব্যর্থ হয়েছে। শুক্রবার অর্থনৈতিক ইস্যুতে একটি সরকারি বৈঠকে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ, সরকারের সময়োপযোগী ব্যবস্থার কারণে এটি সম্ভব হয়েছে।

রাশিয়ান নেতার মতে, সরকার ইতিমধ্যে বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে রাশিয়ার তেল এবং তেল পণ্য সরবরাহের জন্য রেলপথ, সমুদ্র এবং পাইপলাইন অবকাঠামো উন্নয়নের কথা বিবেচনা করছে।

পাশাপাশি এশিয়া এবং অভ্যন্তরীণ বাজারে গ্যাস সরবরাহ বাড়ানোর কথাও ভাবছে মস্কো।

এর আগে পশ্চিমাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাতে চায়?, যদি পারে তাহলে যেন রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে হারায়।

তাছাড়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে বিশ্বের ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।  

পুতিন আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ মাত্র শুরু করেছে।

তবে রাশিয়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত আছে।

রাশিয়ার সংসদীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে পশ্চিমাদের কঠোর সুরে বার্তা দিয়ে পুতিন বলেন,  আমরা আজ শুনছি তারা আমাদের যুদ্ধক্ষেত্রে হারাতে চায়। আপনারা কি বলতে পারেন? তারা চেষ্টা করুক?।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক