ঈদের দিন বৃষ্টির আভাস

সংগৃহীত ছবি

ঈদের দিন বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

আষাঢ়ের শেষ সময়ে হতে যাওয়া এবারের কোরবানির ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববারের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ শুরু হতে পারে। ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি।

রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে বলে জানান তিনি।

মনোয়ার হোসেন বলেন, এখন তো বর্ষার মাঝামাঝি সময়। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে দিনের যে কোনো সময়। কোরবানির দিন ভারি বর্ষণের আভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১০ জুলাইয়ের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

ews24bd.tv/আলী