পারের অপেক্ষায় তিন শতাধিক ট্রাক

দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক ট্রাক

পারের অপেক্ষায় তিন শতাধিক ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি

ফেরি সংকট ও পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রকার মালবাহী ট্রাকের সারি রয়েছে। নদী পার হতে না পেরে ট্রাক চালকদের অতিরিক্ত অর্থ ব্যয় ও গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, রোরো ফেরি শাহ জালাল মাওয়া এবং ইউটিলিটি ফেরি কসুম কলি ভোলা নেওয়া হয়েছে। ফেরি ঢাকা ও রোরো ফেরি বরকত নারায়নগঞ্জ ডক্ইয়ারে মেরামত করা হচ্ছে।

রোরো ফেরি বীরশ্রেষ্ট হামিদুর রহমান পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। দৌলতদিয়া ঘাটে বর্তমান রোরো ফেরি ৬টি, ইউটিলিটি ফেরি ৭টি ও কে-টাইপ ফেরি ২টি সহ মোট ১৫টি ছোট বড় ফেরি চলাচল করছে। যে কারণে দৌলতদিয়া ঘাটে কিছু ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর