বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪
বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪

সংগৃহীত ছবি

বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক

টাঙ্গাই‌লের ধনবা‌ড়িতে  বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।  
নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)।  

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌সের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই অ‌টোভ্যানের চালকসহ দুইজ‌নের মৃত্যু হয়।

 

এ সময় গুরুত্বর আহত হন আ‌রেও দুইজন। তা‌দের উদ্ধার ক‌রে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত‌ ঘোষণা ক‌রেন।  

তি‌নি আ‌রও জানান, ময়নাতদন্ত ছাড়া রা‌তেই নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।  

news24bd.tv/আলী