ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের মুখ দেখল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের মুখ দেখল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের মুখ দেখল বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। গতকাল স্যাবাইনা পার্কে একমাত্র ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ইউডব্লুআই ভাইস চ্যান্সেলর একাদশকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের সুখস্মৃতি নিয়েই আগামী ২২ তারিখ গায়ানায় প্রথম ওয়ানডে খেলতে নামবেন মাশরাফিরা।

মূল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে গতকাল দলের নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ।

টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন মাহমুদউল্লাহ। মোসাদ্দেক হোসেনের তোপের মুখে পড়ে ৮৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে চ্যান্সেলর একাদশ। ১৪ রানে ৪ উইকেট পেয়েছেন অফ স্পিনার মোসাদ্দেক। এরপর ওটলি ও হজ মিলে ৯১ রানের এক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন।
ওটলির ৫৮ ও হজের ৪৪ রানেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে চ্যান্সেলর একাদশ।

তাড়া করতে নেমে এ লক্ষ্য ছুঁতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। শূন্য রানেই ফিরেছেন ওপেনার এনামুল হক। তবে নাজমুল হোসেন শান্তর ৪৩ রানের পর বাকি সময়টা অনায়াসে পার করে দিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে ৭০ রান করেছেন লিটন। ৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ৩৯ বল আগেই শেষ হওয়া ম্যাচে তবু অতৃপ্তি রয়ে গেছে। ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ, এনামুল হক, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান, আবু হায়দার, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম

ইউভিসি একাদশ
ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল, ওশানে ওয়াল্টারস, কাভেম হজ, নিকোলাস কার্টন, ভিকাশ মোহান, জারলানি সিরলেস, ইয়ানিক ওটলি, আমির জাঙ্গু

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর