পটুয়াখালীর ২২ গ্রামে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন 

ঈদ উদযাপন

পটুয়াখালীর ২২ গ্রামে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন 

সিকদার জোবায়ের হোসেন, পটুয়াখালী

সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর বাইশটি গ্রামে আজ শনিবার ঈদুল আযহা উদযাপন করছেন ১০ হাজার মুসল্লী। সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, রাঙ্গাবালীর দায়রা বাড়ি দরবার, বাউফল, গলাচিপা ও কলাপাড়া উপজেলার ২২ টি গ্রামে ঐ মুসল্লীরা ঈদুল আযহা উদযাপন করছেন।

আজ শনিবার সকাল ৮টায় পটুয়াখালীর দায়রা বাড়ি দরবার শরিফের ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজে জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা পশু কুরবানি করেন।

উল্লেখ্য ১৯২৮ সাল থেকে পটুয়াখালীর এসব মুসল্লীরা চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মো: মোখলেসুর রহমানের অনুসারীরা বিশ্বের অন্যান্য স্থানের সাথে চাঁদ দেখা সাপেক্ষে এভাবে রোজা, ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা পালন করেন।

news24bd.tv/রিমু