দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৯৩৯

প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৯৩৯

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৩৯ জন। শনিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল (শুক্রবার) সাতজনের মৃত্যু এবং ১ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৪টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৩৯ জনের। মৃত্যু হয়েছে তিনজনের এবং সুস্থ ৮৩৭ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকার দুইজন ও বরিশালের একজন। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

news24bd.tv/কামরুল