ঈদের নতুন জামা না পেয়ে শিশুর আত্মহত্যা

প্রতীকী ছবি

ঈদের নতুন জামা না পেয়ে শিশুর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে বৃষ্টি নামের ১১ বছর বয়সের এক শিশু আত্মহত্যা করেছে। আজ শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার উত্তর গড়জরিপা গ্রামে এই ঘটনা ঘটে। বৃষ্টি স্থানীয় সাহেব আলী ওরফে বিষু মিয়ার কন্যা।  

জানা যায়, কয়েকদিন যাবত বৃষ্টি তার মা-বাবার কাছে নতুন জামা কেনার আবদার করে আসছিল।

জামা কিনে না দেওয়ায় অভিমান করে শনিবার সকাল ১০টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বৃষ্টি। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত বৃষ্টির মা আয়শা খাতুন বলেন, মাঝে মধ্যে বৃষ্টি কান্নাকাটি করত।

কয়েকদিন যাবত বৃষ্টির বাবা অসুস্থ। কাল জামা কিনে চাইলে আজ জামা কিনে দেয়ার কথা ছিল। কিন্তু সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, শিশুটি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।  

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

news24bd.tv/কামরুল