ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া 

সংগৃহীত ছবি

ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া 

অনলাইন ডেস্ক

ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া। পুলিশ, র‍্যাব, ডিবি ও বিজিবির চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় সকাল ৯টায় এ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সকাল ৬টার দিকে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি স্পেশাল ট্রেন শোলাকিয়া ঈদগাহের উদ্দেশে কিশোরগঞ্জ ছেড়ে আসবে।  

শোলাকিয়া ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, বাইরের মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি স্পেশাল ট্রেন আসা-যাওয়া করবে।

 

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জেলার ও দেশ-বিদেশের হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ ঈদের জামাতে অংশ নেবেন। সকাল ৯টায় ঈদের জামাতের পর মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত হবে।  

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ঈদগাহের চারপাশে তল্লাশি চৌকির পাশাপাশি থাকছে আর্থওয়ে, পর্যবেক্ষণ টাওয়ারসহ ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ।

news24bd.tv/কামরুল