আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোন সংকট তৈরি হয়নি। এখনো অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। সবাই নির্বাচনে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
আজ রোববার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদুল আজহার ত্যাগের মহিমায় দেশ আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে হয় ঈদুল আজহার প্রথম নামাজ। এছাড়াও জেলার বিভিন্ন ময়দান ও মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন তারা। ত্যাগের মহিমায় দেশ ও মুসলিম উম্মাহ এগিয়ে যাবে বলে আশা করেন তারা।
news24bd.tv/রিমু