ঈদের দিন করোনায় মৃত্যু ২, শনাক্ত ৮১৪

প্রতীকী ছবি

ঈদের দিন করোনায় মৃত্যু ২, শনাক্ত ৮১৪

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

নমুনা পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মোট পরীক্ষার বিবেচনায় এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১০০৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।  

এর আগেরদিন ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করে ৯৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিন নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৯ ছিল। একইসময় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছিল।

news24bd.tv/কামরুল