মারা গেছে রয়েল বেঙ্গল টাইগার 'রাজা'। আজ সোমবার সকালে বয়সজনিত কারণে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ির রয়েল বেঙ্গল টাইগার পুনর্বাসন কেন্দ্রে বাঘটির মৃত্যু হয়।
জলদাপারা বনবিভাগ সূত্রে জানা যায়, রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস ১৮ দিন। তার মৃত্যুতে বাঘশূন্য হয়ে পড়ল খয়েরবাড়ির টাইগার পুনর্বাসন কেন্দ্র।
২০০৬ সালে পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছিল বাঘটির। তার আগে সুন্দরবনের মাতলা নদী পেরোতে গিয়ে তার পেছনের বাঁ পা খুবলে নিয়েছিল কুমির। ওই পা হারানো বাঘকে আর বন্য পরিবেশে ফেরানোর ঝুঁকি নেয়নি বনদপ্তর।
news24bd.tv/কামরুল