পাকিস্তানে বন্যায় অন্তত ১৪৭ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

পাকিস্তানে বন্যায় অন্তত ১৪৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানে মৌসুমি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় এক মাসের কম সময়ে অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন,  দেশের অনেক জায়গায় নতুন করে বন্যা শুরু হচ্ছে।

পাকিস্তানের জাতীয় দুযোর্গ ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ৮৮ জন নারী ও শিশু রয়েছে। মৌসুমি বন্যায় বাড়িঘর, রাস্তা, ব্রিজের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরার খবরে বলা জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ও দেশের প্রধান ও বৃহত্তম বন্দরশহর করাচিতে অবস্থা সবচেয়ে খারাপ। করাচির সমগ্র অঞ্চল পানির নিচে। আব্দুল রহিম নামে শহরের একজন বাসিন্দা বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে, যানবাহনের পরিবর্তে আমাদের নৌকার প্রয়োজন।

করাচির বেশ কিছু বাসিন্দা জানিয়েছেন, নিজেদের গাড়িগুলো তারা পানির নিচে ফেলে রাখতে বাধ্য হয়েছেন।

কর্তৃপক্ষ মানুষদের সরিয়ে নিতে এবং ড্রেন খনন করে পানি সরাতে প্যারামিলিটারি আহ্বান করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

news24bd.tv/কামরুল