রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে আশরাফুর রহমান মোল্লা (৫৪) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার পাশে টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন।
তার আত্মীয় মিজানুর রহমান জানান, যাত্রাবাড়ী মাছের আড়তে ব্যবসা করতেন আশরাফ। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। বিভিন্ন কারণে স্থানীয় শ্যামল, পলাশসহ ৮-১০ জন মিলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, বাগ্বিতণ্ডার জেরে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করেছে। ঘটনার পর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘাতকের নাম পরিচয় জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
news24bd.tv/কামরুল