বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে থেকে শুরু হয়ে শনিরআখড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে এ মশাল মিছিল করা হয়।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার গণতন্ত্রকে হত্যা করে আবার ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন।
news24bd.tv/আলী