আমদানির জন্য ৬ মাসের রিজার্ভ রাখার লক্ষ্য : নতুন গভর্নর

সংগৃহীত ছবি

আমদানির জন্য ৬ মাসের রিজার্ভ রাখার লক্ষ্য : নতুন গভর্নর

সজল দাশ

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কর্মদিবসের প্রথম দিন সংবাদ সম্মেলনে গর্ভনর বলেন, আগামী এক বছর পর তার কাজের ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে। এসময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল করা প্রথম চ্যালেঞ্জ বলেও জানান গভর্নর।  

ঈদের পর প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার সকালে দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর আবদুর রউফ তালুকদার।

এরপর বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জবাব দেন নানা প্রশ্নের।

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে দেখছেন তিনি। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিসহ অর্থনীতি স্থিতিশীল করতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক।  আমদানির জন্য রিজার্ভ ৬ মাসের বেশি রাখা হবে অন্যতম প্রাধান্য।

অর্থিক প্রতিষ্ঠানে মানুষের আস্থা আর বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করতে চান বলেও জানান তিনি।

আগামী চার বছরে বাংলাদেশ ব্যাংককে আরও কার্যকর করে গড়তে বিভিন্ন লক্ষ্যমাত্রার কথা জানান আবদুর রউফ তালুকদার। এ জন্য সরকার এবং কেন্দ্রীয় ব্যাংককে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি।  

news24bd.tv/রিমু