সিএমএইচে ভর্তি কবি হেলাল হাফিজ

সংগৃহীত ছবি

সিএমএইচে ভর্তি কবি হেলাল হাফিজ

অনলাইন ডেস্ক

সময়ের জনপ্রিয় কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) কবিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কিছুদিন ধরে কবি অসুস্থ ছিলেন। খবর পেয়ে সাহিত্যানুরাগী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিকে সিএমএইচে ভর্তি করতে বলেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

ওই পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’খ্যাত কবি হেলাল হাফিজকে বুধবার সিএমএইচে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সিএমএইচের পক্ষ থেকে যোগাযোগ করে আজ কবিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। কবি হেলাল হাফিজ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানান ফরিদা ইয়াসমিন।

জানা গেছে, কবি হেলাল হাফিজ কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যায় ভুগছেন। কবির বর্তমান বয়স ৭২ বছর।

news24bd.tv/আলী