বিক্ষোভের মুখে এবার মালদ্বীপ ছাড়ার অপেক্ষায় গোতাবায়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

বিক্ষোভের মুখে এবার মালদ্বীপ ছাড়ার অপেক্ষায় গোতাবায়া

অনলাইন ডেস্ক

স্বদেশ থেকে মালদ্বীপ পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপেও পড়েছেন ব্যাপক বিক্ষোভের মুখে। তাকে আশ্রয় না দেয়ার জন্য বুধবার মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপে বাস করা শ্রীলংকার প্রবাসীরা। খবর রয়টার্সের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার পতাকা ও প্ল্যাকার্ড হাতে গোতাবায়াকে প্রত্যাখ্যান করেন শ্রীলঙ্কার প্রবাসীরা।

তাকে নিরাপত্তা না দিতে মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, নিরাপত্তা হুমকির কারণে গোতাবায়া সিঙ্গাপুরের ফ্লাইটে উঠতে ব্যর্থ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রিপাবলিক ওয়ার্ল্ড। মালে থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটি প্রাইভেট জেটের জন্য অপেক্ষা করছেন তিনি।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট, তার স্ত্রী, একজন দেহরক্ষী এবং চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার শ্রীলংকার স্থানীয় সময় ভোর ৫ টায় দেশব্যাপী কারফিউ প্রত্যাহার করা হয়েছে। বুধবার শ্রীলঙ্কার সংসদের কাছে পোলডুয়া মোড়ে সংঘর্ষের পর কমপক্ষে ৪২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/রিমু