প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস পাঠানো হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্য আনারস নিয়ে আসেন। চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা মনিষ সিং এসব আনারস গ্রহণ করেন।

 

ত্রিপুরায় স্থানীয়ভাবে উৎপাদিত মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে।  

ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দিপক বৈদ্য বলেন, স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস বিশ্বব্যাপী বিখ্যাত। আমরা দুটো জাতের আনারস করি। একটি কিউ, একটি কুইন।

দুটোই সুস্বাদু। ইন্দু-বাংলা দুটো দেশের মধ্যে সম্প্রতির একটি বহিঃপ্রকাশ। সুস্বাদু ফলগুলো ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন। এটি সুসম্পর্ক এবং বন্ধুত্বের দৃষ্টান্ত হিসেবে।

ফল আদান প্রদানের মাধ্যমে, আমরা আগামীতে এ ধরনের সম্পর্ক আরও সুন্দরভাবে বজায় রাখতে পারব বলেও জানান তিনি।

এর আগে, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপলি আম উপহার পাঠিয়েছিলেন।

news24bd.tv/রিমু