স্বামীর অত্যাচারে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রতীকী ছবি

স্বামীর অত্যাচারে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের ৬নং ওয়ার্ডে স্বামীর অত্যাচারে গৃহবধূর মৃত্যু অভিযোগ উঠেছে। তবে নিহত গৃহবধূ বিজলীর পরিবার বলছে, যৌতুকের টাকা না দিতে পারায় মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পরিবারসূত্রে জানা গেছে, দুই বছর আগে জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের ৬নং ওয়ার্ডের সোহরাবের পুত্র মোঃ মামুন (২২) এর সঙ্গে উত্তর বিরবিরি গ্রামের আবুল কাশেমের মেয়ে বিজলী আক্তার (২০) এর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে মামুন তার স্ত্রী বিজলী আক্তারকে যৌতুকের জন্য চাপ দেয়।

বিজলী বিষয়টি তার পরিবারকে জানায়। তার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। ফলে তার উপর অত্যাচার বেড়ে যায়।

পারিবারিক কলহের জের ধরে ঘরে কেউ না থাকায় আজ শনিবার দুপুর ১২টার দিকে রান্নাঘরে আড়ার সঙ্গে ওড়না পেছিয়ে বিজলী আক্তার আত্নহত্যা করছে বলে স্থানীয় ইউপি মেম্বার মিরাজ উদ্দিন জানান।

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে মেয়েটি আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv রিমু