৬৫ বলে ৫০ করে আউট হলেন লিটন দাস। গুড়াকেশ মোতিকে অন ড্রাইভ করেছিলেন লিটন, টাইমিং-ও ভালো ছিল। তবে নিজের বলে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন মোতি। অর্ধশতকের পর আর কোনো রান যোগ করতে পারেননি লিটন।
মোতির বলে সামনে এসে খেলতে গিয়ে টার্নে পরাস্ত হয় আফিফ। কোনো রান না করেই বোল্ড হয়ে ফিরে গেছেন তিনি। জোড়া উইকেটসহ মেডেন করেছেন মোতি। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ বলে ১০ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ১২ বলে তিন রান নিয়ে ব্যাট করছেন মোসাদ্দেক হোসেন।
news24bd.tv তৌহিদ