এবার ওমানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

সংগৃহীত ছবি

এবার ওমানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক

মাঝ আকাশে পোড়া গন্ধ বের হওয়ায় ওমানের রাজধানী মাসকাটে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। এর আগে রোববার সকালে বিপত্তি দেখা দেয়ায় পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, কালিকট থেকে দুবাইয়ে যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে থাকতেই হঠাৎ করে পোড়া গন্ধ বের হওয়া শুরু করে।

তারপরই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গিয়েছে, বিমানের কেবিনে পোড়া গন্ধ পাওয়া যায়। তার জেরেই আতঙ্ক ছড়ায়। তবে বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া দেখা যায়নি।

তেল বা জ্বালানির গন্ধও পাওয়া যায়নি। কিন্তু কী কারণে পোড়া গন্ধ তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এয়ারক্রাফ্ট ভিটি-এএক্সএক্স অপারেটিং ফ্লাইট আইএক্স-৩৫৫ (কালিকট-দুবাই) মাঝ আকাশ থেকে মাসকাটের দিকে মোড় নেয়।

এর আগে সকালে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান।  

news24bd.tv/আলী