আগামী তিন বছরের জন্য বিপিএলের সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি বিপিএলের নবম আসর শুরু হবে বলে জানানো হয়েছে।
এবারের বিপিএলের ৭টি দল অংশ নেবে বলেও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিজেই সে ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব। ’
তারিখগুলোও জানিয়ে দেন পাপন। তিনি বলেন, ‘২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি। ’
news24bd.tv তৌহিদ