নড়াইলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে হামলার ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ-র্যাব মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যে স্ট্যাটাস দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষ্যে আওয়ামী মহিলা লীগ আয়োজিত আলোচনা শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনার উপর মিথ্যা মামলা নিয়ে আলোচনা করেন। বলেন, আওয়ামী লীগ যাতে কখনো ক্ষমতায় না আসতে পারে সেই চক্রান্তে দুর্নীতির মিথ্যা মামলা দেয় সেই সরকার। জনগণের আন্দোলনের চাপে তত্ত্বাবধারক সরকার বাধ্য হয় শেখ হাসিনাকে মুক্তি দিতে। এসময় দলীয় নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার কথা বলেন দলটির সিনিয়র নেতারা।
news24bd.tv তৌহিদ