৭৫ লাখ দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেওয়া হবে কাল

৭৫ লাখ দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেওয়া হবে কাল

আলী তালুকদার

আগামীকাল সারাদেশে কোভিডের দ্বিতীয় ও তৃতীয় ডোজের প্রায় ৭৫ লাখ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আরও ৩ কোটি টিকা রিজার্ভ রয়েছে। ৫ থেকে ১১ বয়সের সকল শিশুদের টিকা দেওয়ার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, প্রায় দুই মাসে করোনার সংক্রামণের হার ৫ শতাংশ নেমে গিয়েছিল।

তবে, এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সামাজিক অনুষ্ঠান, রাজনৈনিক সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সবাইকে মাস্ক পরার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, সারাদেশে ১৬ হাজার টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ৩৩ হাজার কর্মী ও ৫০ হাজার স্বেচ্ছাসেবী টিকা প্রদান কার্যক্রমে থাকবে। এসময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় এলজিআরডি মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক