তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে টাইগাররা

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে টাইগাররা

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতে না হতেই ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলাগুলো অবশ্য আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়।

৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরটি শুরু হবে।

৩১ জুলাই ও ২ আগস্ট হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের সব কটি ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। আজ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি জানানো হয়।

সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দলের সঙ্গে এখনই দেশে ফিরছেন না। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ড গিয়েছেন, ফিরবেন ২২ জুলাই।

news24bd.tv তৌহিদ