তামিমের ১০তম শতক
বাংলাদেশ ৪৬ ওভারে ২২০/২

তামিমের ১০তম শতক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তামিমের শতক

তামিম পারলেও পারল না সাকিব । শত রানের কাছাকাছি গিয়ে ফিরলেন সাকিব তার সংগ্রহ ছিল ৯৭ রান। তবে তা পূর্ণ করেছে তামিম ইকবাল। এর মধ্যে দিয়ে তার ১০তম শতক অর্জন করা হল।


তামিম-সাকিবের দুইশ রানের জুটি
 
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় দুইশ ছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ।
 
৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২০৩/১। জুটির রান ২০২। তামিম ৯৩ ও সাকিব ৯৬ রানে খেলছেন।


 
বাংলাদেশের আগের দুইশ রানের জুটিতেও ছিলেন সাকিব। সেবার তার সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ।


তামিম-সাকিবের জুটিতে রেকর্ড
 
চলতি বছরের শুরু থেকে তিনে ব্যাট করছেন সাকিব আল হাসান। তাই দ্বিতীয় উইকেটে জুটি বাঁধছেন তামিম ইকবালের সঙ্গে। মাত্র ৫ ইনিংসেই তাদের জুটিতে মিলেছে সাফল্যের ইঙ্গিত।
 
দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটির রেকর্ড এখন তামিম-সাকিবের অধিকারে। ২০১০ সালে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকের ১৬০ রান ছাড়িয়ে গেছেন তারা।
 

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর