মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

প্রতীকী ছবি

মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল ছাত্রলীগের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শান্ত, মারজু, মাহবুব এলাহি ও আশিকুর রহমান শুভ।

জানা যায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফুটবল খেলা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে জগড়া হয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে র্তকের ঘটনা ঘটে। এ ঘটনায় সভাপতি পক্ষেল মাহবুব এলাহিকে (২৩) মারধর করে সম্পাদক পক্ষের শিক্ষার্থীরা। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের চারজন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
(নিউজ টোয়েন্টিফোর/ আতিক/ তৌহিদ)

সম্পর্কিত খবর