সব গৃহহীনের জন্য ঘর নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সব গৃহহীনের জন্য ঘর নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দল ও মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশ সকল নাগরিকের। তাই দেশের প্রত্যেক গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেবে সরকার।  

আজ বৃহস্পতিবার আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২শ ২৯ গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এসময় দেশের ২টি জেলার সকল উপজেলাসহ মোট ৫২টি উপজেলাকে শতভাগ ভূমিহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান।

বলেন, পর্যায়ক্রমে দেশের সব মানুষের আবাসন নিশ্চিত করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন দেশে কেউ যেন ভূমি ও ঠিকানাহীন না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এসময় ভূমিহীনদের তালিকা করার নির্দেশ দেন তিনি।  

অনুষ্ঠানে বৈশ্বিক মন্দা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান জানান।

দেশের কোন কৃষি জমি অনাবদি রাখা যাবে না বলেও জানান তিনি।

news24bd.tv/রিমু