অল্প চোটেই শরীরে কালশিটে হতে পারে যেসব কারণে 

প্রতীকী ছবি

অল্প চোটেই শরীরে কালশিটে হতে পারে যেসব কারণে 

অনলাইন ডেস্ক

শরীরে কালশিটে পড়া আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে করেন অনেকে। কিন্তু ঘন ঘন এই ধরনের সমস্যা হলে কিন্তু ভাবার বিষয়। বিষজ্ঞদের মতে, এটি বড় কোনও রোগের উপসর্গও হতে পারে। কখনও কখনও আবার এমনও হয় যে, কোথায় বা কখন লাগল সেই খেয়াল নেই, অথচ বেশ বড় কালশিটে পড়ে গেছে।

খুব জোরে আঘাত লাগলে কালশিটে পড়া স্বাভাবিক। কিন্তু অল্প চোটেই কালচে দাগ পড়ে যাচ্ছে, সেটা কিন্তু স্বাভাবিক নয়।

শরীরে কালশিটে পড়ার কয়েকটি কারণ নিম্নে দেওয়া হলো- 

১। রক্ত ঠিক মতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে এই ধরনের সমস্যায় ভুগতে হয়।

হিমোফিলিয়া জাতীয় রোগের উপসর্গ হতে পারে কালশিটে পড়া।

২। ঘন ঘন কালশিটে পড়ার অর্থ ভিটামিনের অভাব হতে পারে। শরীরে ভিটামিন সি বা ভিটামিন কে এর অভাব ঘটলেও কালশিটে পড়তে পারে।

৩। লিভার সিরোসিস রোগে আক্রান্ত হলেও শরীরে কালশিটে পড়ে। লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এই অসুখ।

৪। কোনও বিশেষ ওষুধের প্রতিক্রিয়াতেও কালশিটে পড়তে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না। তাই এই ধরনের ওষুধ খেলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে।

news24bd.tv/রিমু