আদালত চত্বরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একব্যক্তি খুন

প্রতীকী ছবি

আদালত চত্বরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একব্যক্তি খুন

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে আদালত চত্বরে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে খোকন মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত খোকন মিয়া জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনজীবী ও তাদের সহকারীরা হামলকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
 
আটককৃতরা হলেন- গলাখাল গ্রামের লাল মিয়ার ছেলে ফয়েজ আহমদ, আফরোজ মিয়ার ছেলে সাজিদ মিয়া ও সেবুল মিয়া। এ ঘটনায় জড়িত সাহান নামের অপর এক যুবককে পালিয়ে যেতে পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের নিহত খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের একটি পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।

এ নিয়ে আদালতে মামলা চলছিল। বৃহস্পতিবার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে আসলে আদালত এলাকায় আইনজীবী সহকারী সমিতির কার্যালয় প্রাঙ্গণে দুপুর সাড়ে ১২টার দিকে খোকন মিয়াকে ঘিরে দাঁড়ায় কয়েকজন। এ সময় একজন খোকন মিয়াকে ঘুসি মারে। আরেকজন ছুরিকাঘাত করতে থাকেন। অন্য আরেকজন তালার চাবি দিয়ে ঘা দিতে থাকেন। রক্তাক্ত খোকন মিয়াকে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. রবীন্দ্র তালুকদার জানান, গুরুতর আহত খোকন মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত আছে।

দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আইনজীবীদের সহযোগিতায় যে তিনজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কারণ উদঘাটন করা হবে।  

news24bd.tv/কামরুল