ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত দ্রাঘিকে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট। এ প্রস্তাবে দ্রাঘির অবস্থান এখনো জানা যায়নি।
মারিও দ্রাঘি রাজনীতিতে আসার আগে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান নির্বাহী ছিলেন। অর্থনীতি বিষয়ক জ্ঞান ও প্রশাসনিক দক্ষতার জন্য তাকে এখনো ইউরোপে ‘সুপার মারিও’ বলে ডাকা হয়।
ইতালির অর্থনীতি পুনর্গঠনে গত সপ্তাহে একটি ‘ইকোনমিক প্যাকেজ’ ঘোষণা করেন দ্রাঘি। নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে জোটের তিন দল সমর্থন প্রত্যাহার করার ২৪ ঘণ্টার মধ্যে দ্রাঘি পদত্যাগ করলেন।
news24bd.tv তৌহিদ