মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবুল সরদার(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২১জুলাই) দুপুরে কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষীপুর পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার পুলিশ উপ- পরিদর্শক (এস আই) মো. লোকমান মিয়া।
নিহত বাবুল সরদার একই এলাকার মৃত বদিউজ্জামান সরদারের ছেলে।
কালকিনি থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মো. লোকমান মিয়া বলেন, বাবুল সরদার দুপুরে নিজ ঘরের একটি বৈদ্যুতিক বাতির সংযোগ লাগাতে গেলে বিদ্যুৎতের একটি তার ডান হাতের কব্জিতে লাগে। এসময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে পরিবারের স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
news24bd.tv তৌহিদ