এশিয়া কাপের ভেন্যু নিশ্চিত করলেন সৌরভ

প্রতীকী ছবি

এশিয়া কাপের ভেন্যু নিশ্চিত করলেন সৌরভ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ আয়োজন এসএলসি সম্ভব না জানিয়ে দেয়ার একদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড কাউন্সিলের বৈঠকের পর দেশটির গণমাধ্যমকে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ’

বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতির মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।

এছাড়াও দেশটিতে রয়েছে বিদেশি মুদ্রার সঙ্কট। তাই বর্তমান পরিস্থিতিতে ছয়টি দল নিয়ে সে দেশে এত বড় টুর্নামেন্ট আয়োজন অসম্ভব। ’

শ্রীলঙ্কা না করে দেয়ার পর ভারত ছাড়াও বাংলাদেশ আগ্রহী ছিল আয়োজনে। শেষ পর্যন্ত আরব আমিরাতকেই বেছে নিয়েছে এসিসি।

সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে শুরু আর শেষ হবে ১১ সেপ্টেম্বর।  

মূল আসর শুরুর আগে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে একটি দল যুক্ত হবে মূল আসরে থাকা আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের সঙ্গে।

news24bd.tv/কামরুল