রাশিয়ার ‘বন্ধু নয়’ তালিকায় আরও ৫ দেশ

রাশিয়ার ‘বন্ধু নয়’ তালিকায় আরও ৫ দেশ

অনলাইন ডেস্ক

‘বন্ধু নয়’ দেশের তালিকায় নতুন করে গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়াতকে যুক্ত করল রাশিয়া। শুক্রবার রাশিয়ার মন্ত্রিপরিষদের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‘সরকার বিদেশি রাষ্ট্রের তালিকা হালনাগাদ করেছে। যারা বিদেশে রাশিয়ার কূটনৈতিক এবং কনস্যুলার মিশনের বিরুদ্ধে অবন্ধুসুলভ কাজ করে।

এই তালিকায় এখন গ্রীস, ডেনমার্ক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়াও রয়েছে। ’

যেসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় রাখা হয় সেসব দেশ রাশিয়ার ভেতর অবস্থিত দূতাবাস, কনস্যুলেট, প্রতিনিধিত্বমূলক অফিস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কর্মী নিয়োগ বা নিয়ে আসার বিষয়টি সীমিত করে দেয়।

গত এপ্রিল মাসে এ নিয়ে একটি ডিক্রি জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী।

অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা।

ইউক্রেনে হামলা করার পর বেশ কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়। আর এসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় যুক্ত করে রাশিয়া।

news24bd.tv তৌহিদ