টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়ে যা বললেন সোহান

টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়ে যা বললেন সোহান

অনলাইন ডেস্ক

তিন পাণ্ডব মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে ছাড়াই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। এর মধ্যদিয়ে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি অধিনায়কত্ব অধ্যায়ের সমাপ্তি ঘটল। জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলে জায়গা পেয়েছে আরও এক নতুন মুখ।

আজ শুক্রবার (২২ জুলাই) সোহানকে অধিনায়ক করা ও মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবদের বিশ্রামে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অষ্টম অধিনায়ক হতে যাচ্ছেন সোহান।

এদিকে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়ে নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুল হাসান সোহান বলেন, দলে পারফরমেন্স করাটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ। পুরো দলকে এক করে মাঠে লাড়াই করতে চাই।

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব আমার কাছে একটি অর্জন। সে আস্থা রাখার চেষ্টা করব।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক