পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক পদে সরকারি চাকরি দেয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে আজ শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।  

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারাদিন এবং রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

পরে শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে ইডির দাবি, সাবেক বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানান, সাবেক শিক্ষামন্ত্রীর নির্দেশেই সব নিয়োগ দেওয়া হয়। তিনিই নিয়োগের মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিকভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করেন ইডির কর্মকর্তারা।

দক্ষিণ কলকাতায় পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গেছে বলেও জানায় ইডি।

বাম জমানায় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রথম সারির নেতা হিসেবেই পরিচিত তিনি। শিক্ষা দফতর, শিল্প দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও তাঁর জায়গা বেশ গুরুত্বপূর্ণ।

news24bd.tv/রিমু