গণধর্ষণ মামলায় চার আসামি গ্রেপ্তার

গণধর্ষণ মামলায় চার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।  

পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইমরান খান, এসআই বিল্লাল শেখ, এসআই মাসুদ, এএসআই ইমরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বাধন (২২) , পাভেল (৩২) , সোহেল কাল (২৮) ও মোস্তকিন (২৬) ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চার আসামিকে গ্রেপ্তার করি। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর